জয়পুরহাটের কালাই পৌরসভায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালাই পৌরসভার আয়োজনে পৌর মিল...
জয়পুরহাটের কালাই পৌরসভায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কালাই পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে আলোচনা সভায় লাইসেন্স পরিদর্শকমোস্তা হাসান এর সঞ্চালনায় পৌর মেয়র রাবেয়া সুলতানা কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলর রেজাউল করিম, মামুনুর রশীদ জিয়া,আবু কালাম মীর, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন শফি, পৌরসভার সহকারী প্রকৌশলী শিহাব উদ্দিন, উচ্চমান সহকারী রফিকুল ইসলাম, তরুণ প্রজন্মের নেতা আসাদুজ্জামান নয়ন প্রমুখ। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পৌরসভার সার্ভেয়ার হোসেন আলী।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই