Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে সিঁদ কেটে গ্যারেজ থেকে দুটি অটো রিকশা চুরি

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বে সরদার অটো চার্জিং সেন্টার থেকে সিঁদ কেটে দুটি ব্যাটারিচালিত ...

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বে সরদার অটো চার্জিং সেন্টার থেকে সিঁদ কেটে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে গেছে চোরেরা।  


মঙ্গলবার (০২ নভেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।


অটোরিকশা দুটি জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ফারাজী পাড়ার বাসিন্দা সেলিম মিয়া ও তার ছেলে কলি মিয়ার।


জানা গেছে, সদর রাস্তার ধারে করোনায় চাকরি হারানো শফিকুল ইসলাম তোয়ালু নামে এক ব্যক্তি নিজ বাসার সামনে টিন দিয়ে ঘিরে অটোরিকশা চার্জিং এর ব্যবসা খোলেন।


সেই গ্যারেজে করোনা পরিস্থিতিতে পেশা বদল করা এক সময়ের ট্রাকচালক সেলিম মিয়া ও ছেলে কলি মিয়া চার্জ দেওয়ার জন্য রাতে দুটি অটোরিকশা রাখেন।  

প্রতি রাতের মতো মঙ্গলবার রাতেও তারা অটোরিকশা দুটি গ্যারেজে রেখে বাসায় গেলে পরের দিন বুধবার (০৩ নভেম্বর) সকালে এসে অটোরিকশা চুরির ঘটনা জানতে পারেন।


সংসার পরিচালনার একমাত্র মাধ্যম এ দুটি অটোরিকশা হারিয়ে একদিকে যেমন চিন্তায় পড়েছেন বাবা-ছেলে, অন্যদিকে গ্যারেজ মালিকও দিশেহারা জরিমানা পরিশোধ করা নিয়ে।


এ বিষয়ে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরদর্শন করেছেন।


লিখিত অভিযোগ নেওয়ার পর অটোরিকশা দুটি উদ্ধারে পুলিশি অভিযান চালানো হবে।


সম্প্রতি জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে নানা কৌশলে অটোরিকশা ছিনতাই কিংবা চুরির ঘটনা ঘটছে। তবে পুলিশি তৎপরতায় সেগুলো খুব দ্রুতই উদ্ধারও হচ্ছে।


শাহিদুল ইসলাম সবুজ।

কোন মন্তব্য নেই

Ads Place