দিনাজপুরের হাকিমপুরে ৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে প্রশ...
দিনাজপুরের হাকিমপুরে ৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসার আয়োজনে হিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি,এম শাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা নির্বাচন অফিসার বলেন, উপজেলার ৩ টি ইউনিয়নে যাতে শতস্ফুত ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও মোবাইলটিম সার্বক্ষনিক কাজ করে যাবে। ভোটারগণ নিরবিগ্নে ভোট প্রদান করে তারা যেন বাড়ি ফিরে যেতে পারে এ ব্যাপারে তাদের কঠোর নজরদারি থাকবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই