জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে মরহুম সাজ্জাদুর রহমান কাজল এর স্মরণে দোয়া ও আলোচনা সভা। বুধবার দুপুরে কালাই পৌরসভা হলরুমে এ অনুষ্ঠানের ...
কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই পৌরসভার মেয়র এবং মরহুম সাজ্জাদুর রহমান কাজলের সহধর্মিনী রাবেয়া সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। আরও বক্তব্য দেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুবিনুল হক মুবিন, সহসভাপতি জহুরুল ইসলাম, পৌর কাউন্সিলর তফিকুল ইসলাম তৌহিদ ও জান্নাতি বেগম, উদীয়মান নেতা আসাদুজ্জামান নয়ন, বসির মাস্টার প্রমুখ।
আতাউর রহমান।
কোন মন্তব্য নেই