Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

আক্কেলপুরে জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ী থ...



করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা।

আক্কেলপুরে করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধি নিষেধে উপজেলা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদন্যরা। প্রশাসনের লোকজন গাড়ী নিয়ে টহল দিচ্ছে হাট-বাজার ও বিভিন্ন পাড়া-মহল্লার মোড়গুলোতে।


আক্কেলপুর পৌর সদরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপর থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের। যে কেউ ঘর থেকে বেরিয়ে সড়কে নামলেই মুখোমুখি হতে হচ্ছে জিজ্ঞাসাবাদের। বাড়ী থেকে বের হওয়ার সঠিক কারণ জানাতে না পারলেই গুনতে হচ্ছে জরিমানা। তবে প্রায় প্রতিদিনই পৌর শহরে পণ্যবাহী ট্রাক, বেশ কিছু চার্জার চালিত অটোভ্যানসহ সাধারণ জনগণ বেশি দেখা গেছে। তবে চেকপোস্টে প্রত্যেককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


এদিকে লকডাউনে সাধারণ মানুষের বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া ঠেকাতে ২ টি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন। যারা আইন অমান্য করে বাইরে বেরিয়েছেন, তাদের অপরাধ বিবেচনায় ৫০০ টাকা থেকে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে।


উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, জরিমানা করাই মূল উদ্দেশ্য নয়, আমরা আইন মানতে জনগণকে উদ্বুদ্ধ করতে চাই। করোনা মোকাবিলায় জরুরি প্রয়োজন ছাড়া যেন সবাই সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকেন। আর যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করবেন, এবং স্বাস্থ্যবিধি মানবেন না তাদের জরিমানা করা হবে।

কোন মন্তব্য নেই

Ads Place