‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জনসচেতনতামূলক লোকগান, নাটিকা, বিজ...
‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জনসচেতনতামূলক লোকগান, নাটিকা, বিজ্ঞাপন, ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফিতা কেটে এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদ।
স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (এইচপিএনএসপি) প্রকল্পের আওতায় এসব কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীন রেজা, মেডিক্যাল অফিসার ডা. আশিক আহমদ জেবাল (বাপ্পী), মেডিক্যাল অফিসার ডা.শাহীদ আকন্দ প্রমুখ।
এটিএম সেলিম সরোয়ার/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই