দিনাজপুরের হিলিতে উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও কোভিড-১৯ সংক্রমন রোধে সচেতনতা লক্ষে ইমাম ও মোয়াজ্জ...
দিনাজপুরের হিলিতে উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও কোভিড-১৯ সংক্রমন রোধে সচেতনতা লক্ষে ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে আলোচনা সভা ও ওরিয়েন্টেশন কোর্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
বক্তব্য রাখেন হাকিমপুর সার্কেল এএসপি শরিফ আল রাজীব, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, থানার অফিসার ইনর্চাজ ওয়াহিদ ফেরদৌস, হাকিমপুর ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার সামছুজহাসহ অনেকে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম/ডেইলি জয়পুরহাট

কোন মন্তব্য নেই