Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে আলুর মূল্যে ধস, বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা

  আলু জন্য প্রসিদ্ধ জয়পুরহাটের কালাই বাজারে আলুর দাম কমেছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওযায়  ক্রেতারা বাজার বিমুখ  এবং বিদেশে আলু রপ্তানি কমে যা...

 


আলু জন্য প্রসিদ্ধ জয়পুরহাটের কালাই বাজারে আলুর দাম কমেছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওযায়  ক্রেতারা বাজার বিমুখ  এবং বিদেশে আলু রপ্তানি কমে যাওযায়  দুঃচিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষক ও  ব্যবসায়ীরা। এ অবস্থাই এখনই সরকার আলু দেশের বাহিরে রপ্তানি করার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আলুর বাজার দর আর নিম্ন মুখী হতে পারে বলে  ধারণা করছেন কৃষক, ব্যাবসায়ী ও হিমাগারের সংশ্লিষ্টরা। 


কালাই হিমাগারগুলো সুত্রে জানা গেছে, উপজেলার মোট ১১টি হিমাগারের প্রায় ১লক্ষ ১১হাজার ৭২০মেট্টিক টন  ধারণ ক্ষমতায় ৬৫ কেজির আলুর ওজনে ১৭ লক্ষ ১৮ হাজার ৭শ ৭০ বস্তা আছে। গত বছরের ২০২০ সালের জুন মাসে এ হিমাগারগুলো থেকে আলু বের হয়েছিল ২৫ থেকে ৩০ শতাংশ। দামও ছিল ওই সময় ১২শ থেকে ১৩শ টাকা বস্তা। এ বছরের একই সময়ে আলু ষ্টোরগুলে থেকে বের হয়েছে ৫শতাংশেরও নিচে। আলুর বাজার দরও ১২শ থেকে ১৩শ থেকে নেমে এসেছে প্রতি বস্তা ৮৫০ থেকে ৯০০শ টাকায়। 


কৃষক, ব্যবসায়ী, ও হিমাগার মালিকরা  জানান, এ বছর বাংলাদেশে আলুর বাম্পার ফলন হয়েছে। বর্তমানে আলুর দাম কম এবং অধিক ফলনের কারণে অনেক কৃষকের বাড়িতে আলু এখনো থাকায় হিমাগারগুলো থেকে আলু কম বের হচ্ছে। এ অবস্থাই এখনই সরকার আলু দেশের বাহিরে রপ্তানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বা বাজার নিয়ন্ত্রন পদক্ষেপ না করলে ভবিষৎতে আলুর বাজার দর আরও নিম্ন মুখী হতে পারে বলে ধারণা করছেন কৃষক, ব্যাবসায়ী ও হিমাগারের সংশ্লিষ্টরা।


উপজেলার বেগুন গ্রামের কৃষক সাজ্জাদুর রহমান, পুনট বাজারের মিলন, পাঁচ গ্রামের কুদ্দুস মন্ডল, ইমামপুরের মিজানুর রহমান জানান,তারা কৃষক মানুষ কিছু আলু ষ্টোরে রাখি সার ও বীজ কেনার জন্য। এ আলুতে তাদের যদি দাম কমে যায় তাহলে সার, বীজ ও কীটনাশক কিনতে অনেক কষ্ট পোহাতে হবে বলে তারা জানান ।


সালামিন ফুডস লিঃ ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন , উৎপাদিত আলুর দামের তুলনায় বাজার নিম্নমুখী হলে কৃষক ও ব্যবসায়ীরা আলু উত্তোলন ও বিক্রি না করে যদি হিমাগারে ফেলে রেখে যায় তাহলে ওসব আলু আমরা নিজেরা বিক্রি করেও হিমাগারের ব্যায়ভার বহন করা যাবে না। ফলে আমরা হিমাগার ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবো। এ অবস্থায় সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার


এটিএম সেলিম সরোয়ার।

কোন মন্তব্য নেই

Ads Place