জয়পুরহাটের কালাইয়ে মো.মোতাহার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যা সারে ৬ টার দিকে তার নিজ পুকুরের পানি নিস্...
জয়পুরহাটের কালাইয়ে মো.মোতাহার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার সন্ধ্যা সারে ৬ টার দিকে তার নিজ পুকুরের পানি নিস্কাশনের জন্য কাজ করছিলেন তিনি। এসময় বিদ্যুৎতের তারের সাথে পুকুরের সংযোগ থাকার কারনে অসাবধানতা বশতঃ তাকে ষ্পর্শ করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎ স্পৃষ্টে নিহত মো. মোতাহার হোসেন উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ঘাটুরিয়া গ্রামের আজাহার হোসেনের ছেলে বলে জানা গেছে।
কালাই থানার ওসি সেলিম মালিক বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এটিএম সেলিম সরোয়ার/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই