জয়পুরহাটের কালাই পৌরসভার আগামী ২০২১-২২ অর্থবছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেল ৫ টায় পৌরসভার হলরুমে করোনা পরিস্থিতির কারনে সাম...
জয়পুরহাটের কালাই পৌরসভার আগামী ২০২১-২২ অর্থবছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেল ৫ টায় পৌরসভার হলরুমে করোনা পরিস্থিতির কারনে সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বল্প পরিসরে এ বাজেট ঘোষণা করা হয়েছে।
কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটের ব্যয়ের লক্ষ্যমাত্রা ২০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। বাজেট অধিবেশনে পৌর শহরের যানজট, রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট অনুষ্ঠানে কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান এর সঞ্চালনায় পৌর মেয়র রাবেয়া সুলতানা কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী শিহাব উদ্দিন, তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতি বেগম, কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, তরুণ প্রজন্মের নেতা আসাদুজ্জামান নয়ন।
এসময় উপস্থিত ছিলেন কালাই ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মামুনুর রশীদ, কালাই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ করিম, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
আব্দুন নুর নাহিদ/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই