আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামে বজ্রপাতে মোঃ ফারুক হোসেন (৪৫) নামের এক কৃষক মারা গেছে। সে ওই এলাকার মৃত ...
আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামে বজ্রপাতে মোঃ ফারুক হোসেন (৪৫) নামের এক কৃষক মারা গেছে। সে ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ফারুক তার পাটের জমিতে সার দিতে যায়। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাবুল হোসেন/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই