জয়পুরহাটের কালাইয়ে জেলা জামায়াতের আমিরসহ পাঁচজনকে আটক করেছে কালাই থানা পুলিশ। বুধবার রাতে কালাই উপজেলা জামায়াতের আমিরের বাড়ি থেকে তাদের আট...
জয়পুরহাটের কালাইয়ে জেলা জামায়াতের আমিরসহ পাঁচজনকে আটক করেছে কালাই থানা পুলিশ।
বুধবার রাতে কালাই উপজেলা জামায়াতের আমিরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন-জেলা জামায়াতের নায়েবে আমির মো. রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান (৪৭), সমাজসেবা সম্পাদক মো. তাইফুল ইসলাম (৪৭), সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪), কালাই পৌর জামায়াতের আমির মো. মোজাফফর হোসেন (৪৭)।
জানা গেছে, উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমানের বাড়িতে জয়পুরহাট জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা গোপন বৈঠক করছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে কালাই থানা পুলিশ এসে তাদের আটক করে।
কালাই থানার ওসি মো. সেলিম মালিক বলেন, বুধবার রাতে কালাই উপজেলাপাড়ার জামায়াত নেতা মুনসুর রহমানের বাড়িতে জয়পুরহাট জেলা জামায়াতের নায়েবে আমিরসহ বেশ কয়েকজন নেতা বৈঠকে বসেন। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ওই নেতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এটিএম সেলিম সরোয়ার/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই