Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে মাস্ক না পড়ায় জরিমানা করলেন ইউএনও

  নতুন করোনাভাইরাস (কোভিড–১৯) দ্বিতীয় ঢেউ সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক না পড়ায় জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতে পথচারীসহ  ৯ জনকে জরিমানা কর...


 

নতুন করোনাভাইরাস (কোভিড–১৯) দ্বিতীয় ঢেউ সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক না পড়ায় জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতে পথচারীসহ  ৯ জনকে জরিমানা করলেন ইউএনও।


সোমবার (১৪ জুন) বিকেলে করোনা ভাইরাস সংক্রম‌নের দ্বিতীয় ঢেউ মোকা‌বেলায় ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ কর্তৃক 'মাস্ক পরা বাধ‌্যতামূলক' কর্মসূ‌চির অংশ  হি‌সেবে কালাই বাসস্ট‌্যান্ড এলাকায় সচেতনতার লক্ষ্যে মাস্ক না পরার অপরাধে ৯‌টি মামলায় ২হাজার ২শত ২২টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ক‌রেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার।


কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, 'মাস্ক পরা বাধ‌্যতামূলক' কর্মসূ‌চির অংশ হি‌সেবে পথচারীসহ ৯ জনকে ২হাজার ২শত২২টাকা জরিমানা করা হয়েছে। কোনো ব্যক্তি মাস্ক না পড়লে আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে সংক্রমণ আইন–২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলায় এই অভিযান অব্যাহত থাকবে। 


রাব্বিউল হাসান/ডেইলি জয়পুরহাট

কোন মন্তব্য নেই

Ads Place