Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল খাদ্য সামগ্রী জব্দ

 জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির বিশেষ টহলদলের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টি...


 জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির বিশেষ টহলদলের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য সামগ্রী আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে 

বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার পাঁচবিবি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, পাঁচবিবি জামে মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়ক মার্কেট এলাকায় একটি গোডাউনে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ পণ্য মজুদ করা হয়েছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক-এর নির্দেশে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল তাৎক্ষণিকভাবে অভিযানে অংশ নেয়। পরে গোডাউন তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং বিএসটিআই অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়।

অভিযানকালে গোডাউনের মালিক মোঃ নাজমুল হোসেন সরকার, পিতা- মোঃ নজরুল ইসলাম, গ্রাম- পারবাট্টা, পোস্ট- পুরানাপৈল, উপজেলা ও জেলা- জয়পুরহাট, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট হাজার হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় বিএসটিআই অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য সামগ্রী, যার মধ্যে রয়েছে ললিপপ, জেল জুস, স্যালাইন, কৃত্রিম ফ্লেভার ড্রিংকস, বিভিন্ন ব্র্যান্ডের জুস ও বিপুল সংখ্যক চিপস।

উদ্ধারকৃত সকল পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৭ হাজার ৪৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

২০ বিজিবি সূত্র জানায়, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো সন্দেহজনক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।


নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট


কোন মন্তব্য নেই

Ads Place