বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় এলে দিনাজপুরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। একই সঙ্গে উত্তর...
![]() |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় এলে দিনাজপুরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। একই সঙ্গে উত্তরবঙ্গের কৃষিখাতকে আধুনিকায়নের মাধ্যমে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উত্তরবঙ্গের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, দিনাজপুর একটি সম্ভাবনাময় জেলা। এখানে জনসংখ্যা, অর্থনীতি ও কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি করপোরেশন ঘোষণা করে আধুনিক নগর সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, কৃষিকে আর পুরনো ধাঁচে চালানো হবে না। আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী লজিস্টিক ব্যবস্থার মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ন্যায্য মূল্যে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে কৃষকের লাভ বাড়বে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে।
বর্তমান কৃষি ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে জামায়াত আমীর বলেন, আজকের বাস্তবতায় কৃষক ফসল উৎপাদনের পর বাজারে ন্যায্য দাম পান না। অনেক সময় যথাযথ সংরক্ষণ ব্যবস্থার অভাবে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়ে যায়, যা কৃষকের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা ক্ষমতায় এলে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। আধুনিক হিমাগার, সংরক্ষণাগার ও পরিবহন ব্যবস্থা গড়ে তুলে ফসল ও সবজির সংরক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে, যাতে কৃষক তার পরিশ্রমের প্রকৃত মূল্য পায়।
সমাবেশে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই