দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় তীব্র শীতের মধ্যে মানবিক উদ্যোগ নিয়েছে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফোরামের...
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় তীব্র শীতের মধ্যে মানবিক উদ্যোগ নিয়েছে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ জন গরিব ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার বলেন, শীতের তীব্রতায় দরিদ্র মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নারী উদ্যোক্তারা একসাথে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আক্তার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সীমিত সামর্থ্য নিয়েও আমরা চেষ্টা করেছি বেশি সংখ্যক মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে। সবাই সহযোগিতা করলে এমন উদ্যোগ আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী আমেনা বেগম বলেন, এই শীতে কম্বল না থাকায় খুব কষ্ট হচ্ছিল। কম্বল পেয়ে অনেক উপকার হলো। যারা আমাদের জন্য এসব করেছে তাদের জন্য দোয়া করি।
আরেক উপকারভোগী রহিমা বেগম বলেন, শীতের রাতে ঘুমানো খুব কষ্টকর ছিল। আজ কম্বল পেয়ে খুব খুশি হয়েছি।
স্থানীয়রা জানান, নারী উদ্যোক্তা ফোরামের এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই