জয়পুরহাটের কালাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেল...
জয়পুরহাটের কালাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার বাসট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কালাই পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই পৌরসভার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: ডেইজি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আল আলামীন, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই