Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

হানিফ পরিবহনের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু, বাস জব্দ

 কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শিমুলতলী এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এঘটনায় উত...


 কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শিমুলতলী এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাস আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ওই বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধা ৬টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভিক্ষুক কালাই পৌরসভার আওড়া মন্ডপ পাড়া মহল্লার মৃত ভবন মহন্তের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের ছেলে সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো চাল সংগ্রহের জন্য ধনেশ্বর বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। গ্রামে গ্রামে ঘুরে সারাদিনের সংগ্রহকৃত চাল সন্ধায় পুনট বাজারে বিক্রি করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালাই উপজেলার শিমুলতলী এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাইকেলকে সজোরে ধাক্কা দিলে চালক ধনেশ্বর গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত শিমুলতলী এলাকায় উত্তেজিত জনতা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করে। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে বাস থানা হেফাজতে নেয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো: মোছাদ্দেকুল ইসলাম।

কোন মন্তব্য নেই

Ads Place