Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

পীরগঞ্জে র‍্যাবের অভিযানে ৭ কেজি গাঁজা জব্দ, আটক-১

 রংপুরের পীরগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) এক ধ্বংসাত্মক মাদক অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।...


 রংপুরের পীরগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) এক ধ্বংসাত্মক মাদক অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। অভিযানে একজন মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩৮) গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর দুপুর ২ টা ৪৫ মিনিটে পীরগঞ্জ ভেন্ডাবাড়ী চারমাথা রোড সংলগ্ন গ্রামীণ ফোন রব্বানী টেলিকম দোকানের সামনে অভিযান পরিচালনা করে। ধৃত আসামির ব্যবহৃত মোটরসাইকেলের সিটের মধ্যে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ধৃত আসামি দীর্ঘদিন ধরে রংপুর জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়া তিনি অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করতেন।

গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।


কোন মন্তব্য নেই

Ads Place