জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্য মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়...
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্য মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে শহিদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আল মামুন ।
পরে একে একে পুলিশ সুপার মিনা মাহমুদা, মুক্তিযোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। এছাড়াও নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন হচ্ছে।
রেজাউল করিম রেজা।

কোন মন্তব্য নেই