Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বিরামপুরে তারুণ্যের উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা

 দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর পরিবেশে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে তারুণ্যের উৎসব।  সোমবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী ...


 দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর পরিবেশে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে তারুণ্যের উৎসব। 

সোমবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। মেলায় নারী উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন পণ্য ও খাবারের স্টল ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

বিকেলে একই মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। এর মধ্যে ছিল, ছেলেদের ভলিবল

, মেয়েদের ফুটবল, ছেলে ও মেয়েদের আলাদা কাবাডি খেলা।

সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে, যেমন খুশি তেমন সাজো, প্রতিযোগিতা। শিশুরা সমাজের বিভিন্ন চরিত্র সাজে রঙিন ও সৃজনশীল উপস্থিতি প্রদর্শন করে দর্শকদের মন জয় করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী,কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়,যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল,সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল,মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তা এবং স্থানীয়রা।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পুরো উপজেলা পরিষদ এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবের মেলায়।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।


কোন মন্তব্য নেই

Ads Place