দিনাজপুরের হিলিতে ভারত থেকে আসা একটি মুখপোড়া হনুমান গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি স্থান...
দিনাজপুরের হিলিতে ভারত থেকে আসা একটি মুখপোড়া হনুমান গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করলেও প্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দেয়। অবশেষে বনবিভাগ, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হনুমানটিকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সম্ভবত ভারত থেকে আসা একটি মুখপোড়া হনুমান কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াচ্ছিল। গতকাল বিকেলে আমাদের প্রাণিসম্পদ ও বনবিভাগের সহযোগিতায় হনুমানটিকে উদ্ধার করা হয়েছে। পরে কিউরেটর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে হনুমানটি হিলির বিভিন্ন অফিস এলাকার ছাদ ও গাছের ডালে উঠানামা করায় অনেকে বিস্মিত হন। তবে প্রাণীটির কোনো ক্ষতি না করে উদ্ধার করায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই