Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

দিনাজপুরে ডিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার

 দিনাজপুরে জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাতভর পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শা...


 দিনাজপুরে জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাতভর পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটে বোচাগঞ্জ থানার ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় একটি হাঁসের খামারে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে ডিবি। খামারের মাচার ওপর লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় মোট ৩২ কেজি গাঁজা।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কাহারোল উপজেলার রামপুর এলাকা থেকে আরও একজন সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন, মোঃ শহিদুল ইসলাম (৩৮), মহব্বতপুর, বোচাগঞ্জ, মোঃ শফিকুল ইসলাম (৩২), মহব্বতপুর, বোচাগঞ্জ, মোঃ আমিনুল ইসলাম (৩০), রামপুর, কাহারোল।

গত শনিবার (৯ নভেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ আনিছুর রহমান (৪৫) কে আটক করে ডিবি। তার স্বীকারোক্তির ভিত্তিতে হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী মোঃ এরফান আলী (৩৫) কে নিজ বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া চিরিরবন্দর থানা পুলিশ পৃথক অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আরও একজন মাদক কারবারিকে গ্রেফতার করে।

মোট উদ্ধারকৃত মাদকদ্রব্য, ৩২ কেজি গাঁজা, ৮০০ পিস ইয়াবা, ৫০০ পিস ইয়াবা।

জেলা পুলিশ জানায়, মাদক সমাজ ও জাতির শত্রু। মাদক নির্মূলে জেলা পুলিশ শূন্য সহনশীলতার নীতিতে অবিচল। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই

Ads Place