দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ঘন ঘন লোডশেডিং, ভূতুরে বিল, ডিমান্ড চার্জ ও লোড চার্জসহ বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এ...
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ঘন ঘন লোডশেডিং, ভূতুরে বিল, ডিমান্ড চার্জ ও লোড চার্জসহ বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। ঘরে ফ্যান চলে না, ব্যবসা বন্ধ, ছাত্ররা পড়াশোনা করতে পারছে না। অথচ ব্যবহারের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বিল আসছে। এটি জনগণের সঙ্গে অন্যায় ও প্রতারণা।
বক্তারা আরও বলেন, হিলি পল্লীবিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ভূতুরে বিলের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, ফেরদৌস রহমান, সভাপতি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন হিলি স্থলবন্দর, সাখাওয়াত হোসেন শিল্পী, আমদানি রফতানি কারক গ্রুপ, নাজমুল হক, সাধারণ সম্পাদক আমদানি রফতানি কারক গ্রুপ, আলহাজ্ব সামছুল আলমসহ অনেকেই।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সহজলভ্য করেছে, কিন্তু স্থানীয় বিদ্যুৎ অফিসের দুর্নীতির কারণে জনগণ সেই সুফল পাচ্ছে না। প্রশাসনকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তারা আরও হুঁশিয়ারি দেন, আগামী দুই সপ্তাহের মধ্যে হাকিমপুরের বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে হিলি পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে একই দাবিনামা হিলি পল্লীবিদ্যুৎ সাব-জোন অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)-এর কাছেও হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে ঘন ঘন লোডশেডিং বন্ধ, ভূতুরে বিলের তদন্ত, সঠিক বিল প্রদান, দুর্নীতি-অনিয়ম বন্ধ ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবি জানানো হয়।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই