সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই মূলনীতিকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্...
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই মূলনীতিকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উঠান বৈঠক, মতবিনিময় সভা ও ইউনিয়ন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
এবি পার্টির বিরামপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে জোতবানী ইউনিয়নের ভাইগড় মোড়ে অনুষ্ঠিত সভায় উপজেলা যুগ্ম আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান।
উপজেলা এবি যুব পার্টির সদস্য সচিব সামিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা এবি পার্টির আহবায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আহবায়ক আনোয়ার হোসেন, এবি যুব পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সুমন, সদস্য সচিব হাদিসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এবি পার্টি জন্মলগ্ন থেকেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের জন্য সংগ্রাম করে আসছে। আগামীতে রাজনীতির নামে কাউকে চাঁদাবাজি, অর্থ পাচার, লুটপাট, এসব অপকর্ম করতে দেওয়া হবে না। এবি পার্টি জনগণের পাশে থেকে সকলকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত থেকে বেরিয়ে জনগণের সেবা ও সমস্যা সমাধানে অধিকার আদায়ের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করবে।
সভায় রবিউল ইসলামকে আহবায়ক ও রুহুল আমিনকে সদস্য সচিব করে ৬নং জোতবানী ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই