দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘ ৯ বছর ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকা ১ হাজার দলিল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়ে...
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘ ৯ বছর ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকা ১ হাজার দলিল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল পুড়িয়ে ফেলা হয়।
জানা গেছে, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো দলিল যদি দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন অবস্থায় সাবরেজিস্ট্রার অফিসে পড়ে থাকে, তাহলে তা আইন অনুযায়ী ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে হাকিমপুর সাবরেজিস্ট্রার অফিসে জমে থাকা দাবিহীন দলিলগুলো আজ আগুন দিয়ে ধ্বংস করা হয়।
হাকিমপুর উপজেলা সাবরেজিস্ট্রার নাজমুল হক বলেন, আইন অনুযায়ী, দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন দলিল অফিসে থাকলে তা ধ্বংস করতে হয়। আমরা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে জমে থাকা এক হাজার দলিল আজ আগুন দিয়ে ধ্বংস করেছি।
তিনি আরও বলেন, এসব দলিলের মালিকদের মধ্যে কেউ দলিল বুঝে নিতে না আসায় এত বছর ধরে সেগুলো অফিসে সংরক্ষিত ছিল। পরবর্তীতে নিয়ম অনুযায়ী কমিটি গঠন করে ও প্রক্রিয়া সম্পন্ন করে দলিলগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
এসময় স্থানীয় দলিল লেখক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা জানান, এই পদক্ষেপে অফিসের জায়গা খালি হয়েছে এবং পুরোনো কাগজপত্রের স্তুপ সরিয়ে নতুন কার্যক্রম আরও সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই