আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্প...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ জে এম সাহাবুদ্দিন সুজনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথচারী ও স্থানীয় দোকানিদের মাঝে লিফলেট ও ধানের শীষের পোস্টার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে ভাদুরিয়া বাজার ঘুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পদক্ষিণ করে। পরে মিছিলটি কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
গণমিছিলে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ জে এম সাহাবুদ্দিন সুজন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত তিন মাস ধরে আমরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরছি। আজকের গণমিছিল সেই কর্মসূচিরই ধারাবাহিক অংশ। আমি যদি দিনাজপুর-৬ আসনের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শিল্পায়নের উদ্যোগ নেব। মিল-কারখানা স্থাপন করে বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। উন্নয়ন হবে জনস্বার্থে, জনগণকে সঙ্গে নিয়েই।
এ সময় তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় প্রয়োজন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গণমিছিলে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি আযাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা অংশ নেন। এসময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই