১৩৫ তম লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...
১৩৫ তম লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের শহিদ ডাক্তার আবুল কাশেম ময়দানের বটতলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জেসমিন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল বাইন।
আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা সংগীত সংস্থার সভাপতি মিনারুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু ও
জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ সাংস্কৃতিক ব্যাক্তি ও সুধীজনরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস বেবী।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লালন ফকিরের দর্শনভিত্তিক গান এবং নিত্য পরিবেশন করেন। দর্শকদের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রেজাউল করিম রেজা।
কোন মন্তব্য নেই