Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে কালাইয়ে শিক্ষকদের মানববন্ধন

‘এসো গড়ি সোনার বাংলা (AGSB)’ নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক মো.মেহেদী হাসান ও তার পিতা গাউসুল আযমের বিরুদ্ধে ৫০জন শিক্ষকবৃন্দে...

‘এসো গড়ি সোনার বাংলা (AGSB)’ নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক মো.মেহেদী হাসান ও তার পিতা গাউসুল আযমের বিরুদ্ধে ৫০জন শিক্ষকবৃন্দের জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪ টার জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষিকা গোলসানা শিল্পী, তহমিনা বেগম, খাদিজা খাতুন, রিফাত জাহান প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, “২০২২ সালে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতাধীন ‘আউট অব স্কুল চিলড্রেন’ শিক্ষা কার্যক্রমে শিক্ষক হিসেবে যোগদানের সময় ‘এসো গড়ি সোনার বাংলা (অএঝই)’ সংস্থার নির্বাহী পরিচালক গাউসুল আযম প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা জামানত গ্রহণ করেন। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হলেও আজ পর্যন্ত ওই টাকা ফেরত দেওয়া হয়নি।”

তারা আরও জানান, মাসিক ৫ হাজার টাকার চুক্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতনও নিয়মিত প্রদান করা হয়নি। ছয় মাস পরপর আগাম সই করা চেক জমা রেখে আংশিক অর্থ পরিশোধ করা হতো। ভাড়া ও উৎসব ভাতার টাকা পুরোপুরি প্রদান করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগী শিক্ষকরা জানান, প্রতি শিক্ষকের গড়ে বেতন প্রায় ৪৮ হাজার এবং জামানত ২০ হাজার টাকা পাওনা রয়েছে। তারা অবিলম্বে জামানত ও বকেয়া বেতন পরিশোধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‘এসো গড়ি সোনার বাংলা (AGSB)’ নির্বাহী পরিচালক মো. গাউসুল আযমের সাথে মুঠে ফোনে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।

কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আখতার জাহান জানান, শিক্ষকরা তার কাছে এসে অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেয়া হবে।

এটিএম সেলিম সরোয়ার শিপন।

 

কোন মন্তব্য নেই

Ads Place