র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর পৃথক অভিযানে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন এলাকা থেকে ৩১৪ বোতল ফেন্সিডিলসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর পৃথক অভিযানে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন এলাকা থেকে ৩১৪ বোতল ফেন্সিডিলসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গতকাল শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় র্যাব-১৩ এর সদর কোম্পানি, রংপুর এবং সিপিসি-১ দিনাজপুরের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা মোড় থেকে লালবাগগামী রাস্তার ফারুক স্টুডিওর সামনে অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ৩১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন:
গয়না বেওয়া (৪০), পিতা – মো. মজিবুর রহমান, সাং – মধ্যম বাসুদেবপুর, শাহানাজ আক্তার স্বপ্না (২৪), স্বামী – মো. সুমন, সাং – বড় ডাঙ্গাপাড়া, তহমিনা (২৬), স্বামী – আব্দুল মামুন, সাং – বড় ডাঙ্গাপাড়া, মাজেদা বেগম (৬০), স্বামী – বয়েন উদ্দিন, সাং – বড় ডাঙ্গাপাড়া, মো. সাকিব (২২), সিএনজি চালক, পিতা – মো. নুর ইসলাম, সাং – বড় ডাঙ্গাপাড়া, মো. আলমগীর হাসান (২৫), পিতা – মৃত হাসান আলী, সাং – দক্ষিণ বাসুদেবপুর, থানা – হাকিমপুর, জেলা – দিনাজপুর।
আজ রোববার (১২ অক্টবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তাঞ্চল থেকে মাদক সংগ্রহ করে রংপুরসহ উত্তরের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদক, জব্দকৃত সিএনজি এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই