জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় মেহেদী হাসান (২৬) নামে এক মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর...
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় মেহেদী হাসান (২৬) নামে এক মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পৌরসভার কেশবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক মেহেদি হাসান পৌর এলাকার সরদারপাড়া মহল্লার সিরাজুল ইসলামের ছেলে এবং তিনি কেশবপুর তা’লীমুল কোরআন নূরানী হাফেজিয়া ও ক্বওমী মাদ্রাসার শিক্ষক। এছাড়াও তিনি কেশবপুর মন্ডলপাড়া জামে মসজিদের ইমামতি দায়িত্ব পালন করেন। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন।
মামলা সুত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় সকাল ৬টায় মাদ্রাসার শিক্ষকের কাছে একটি গ্রামীণ জামে মসজিদের ইমাম মক্তবে পড়ে যায় শিশু ছাত্রী। জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর মসজিদ সংলগ্ন তা'লিমুল কোরআন নুরানী হাফেজিয়া ও কওমী মাদ্রাসায় একটি কক্ষে নিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে কর্মরত শিক্ষক। তখন ভয়ে চিৎকার দিতে চাইলে ছাত্রীকে ১০ টাকার একটা নোট দিয়ে ঘটনাটি কাউকে না 'বলার জন্য বলে হুজুর (মাদ্রাসার শিক্ষক)। এরপর ছাত্রী বাড়িতে গিয়ে হুজুরের কর্মন্ডের পরিবারকে জানায়। পরে ঘটনার বিষয়ে হুজুরের নিকট জানার জন্য মাদ্রাসায় যায় ছাত্রীর পরিবার। ঘটনার বিষয়ে এলাকার লোকজন জানাজানি হলে স্থানীয় লোকজন এসে হুজুরকে আটক করে। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হুজুরকে থানায় নিয়ে আসে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলা বিষয় নিশ্চিত করে জানান, এঘটনায় শিশু ছাত্রীটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আবু রায়হান।
কোন মন্তব্য নেই