জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭'তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা...
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭'তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতি (ছবিতে) ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আবু তাহের, পৌর বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব সাংবাদিক, উপজেলার সকল ইউনিয়ন বিএনপি'র সভাপতি/সম্পাদক, কেন্দ্রীয় জাসাসের সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কন্ঠশিল্পী, ভাস্কর্য ও কারুশিল্পী এম আই মিঠু, যুবদল মোঃ আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মাহমুদ হাসান মামুন, রাজ খান, কারিমুর ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব নাহিদ ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান, সম্পাদক সাকিব হোসেন, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিন ও সম্পাদিকা মোছাঃ গুলশান আরা গ্যালিন সহ অনেকেই।
পাঁচবিবির অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে জয়পুরহাট জেলা বিএনপির অনুষ্ঠানে যোগ দিতে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে রওনা দেয়।
বাবুল হোসেন।
কোন মন্তব্য নেই