গাজীপুরে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এবং একইসাথে সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
গাজীপুরে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এবং একইসাথে সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জয়পুরহাট প্রেসক্লাব। এই ঘটনার প্রতিবাদে আজ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড ও আনোয়ার হোসেনকে আহত করার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় আরও বলা হয়, সাংবাদিকরা জনমানুষের কথা তুলে ধরেন, অথচ আজ তারাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। এ অবস্থায় দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
জনি সরকার।
কোন মন্তব্য নেই