দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মাত্র ১০ দিনে ভারত থেকে আমদানি হয়েছে ৩৯৯ ট্রাকে ১৭ হাজার ৩৬০ মেট্রিকটন চাল। এতে দেশের চালের বাজারে ইতিবাচক প্...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মাত্র ১০ দিনে ভারত থেকে আমদানি হয়েছে ৩৯৯ ট্রাকে ১৭ হাজার ৩৬০ মেট্রিকটন চাল। এতে দেশের চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে দুই থেকে তিন টাকা, যা স্বস্তি ফিরিয়েছে সাধারণ মানুষের মাঝে।
রোববার (২৪ আগস্ট) সকালে হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নির্ধারিত ২% শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এখন সবচেয়ে বেশি শম্পা কাটারি জাতের চাল আসছে।
হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, ভারত থেকে চাল আসতে শুরু করেছে। বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে দুই থেকে তিন টাকা কমেছে। আশা করছি আগামীতে আরও কমবে।
আমদানিকারক নুর ইসলাম বলেন, ২% শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে কমছে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জানান, গত ১২ আগস্ট থেকে ১০ দিনে ভারত থেকে ৩৯৯ ট্রাকে ১৭ হাজার ৩৬০ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই