Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

আক্কেলপুরে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারনেটের অপব্যবহার, সাইবার বুলিং, মোবাইল গেমে আসক্তি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ...

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারনেটের অপব্যবহার, সাইবার বুলিং, মোবাইল গেমে আসক্তি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ আগস্ট) আক্কেলপুরের সোনামুখি উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন, আক্কেলপুর ইউনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। এছাড়াও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের আক্কেলপুর ইউনিটের সভাপতি সাদমান হাফিজ শুভর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সোনামুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা. মুনমুন আরা, আক্কেলপুর থানার উপ পরিদর্শক বজলু রহমান, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন কেন্দ্রীয় ইউনিটের যুগ্ম আহবায়ক মো. আমানুল্লাহ আমান, আক্কেলপুর ইউনিটের সহ সভাপতি সাল্লিম মন্ডল রাজন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আকাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য রাসেল রানার। 

সভায় প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মনজুরুল আলম তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখা। ইন্টারনেট ব্যবহার করতে হবে জ্ঞান ও শিক্ষার জন্য, অপব্যবহার করে জীবনের ক্ষতি করার জন্য নয়। শিক্ষার্থীরা যদি আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে সমাজ থেকে সাইবার বুলিং, মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সমস্যা দূর করা সম্ভব।

বক্তারা বলেন, আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে। তারা আরও উল্লেখ করেন, প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব শুধু নিজেকে সঠিক পথে রাখা নয়, বরং অন্যকেও সঠিক পথে চলার অনুপ্রেরণা দেওয়া।

সভায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়।

মাহফুজ রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place