নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, হিলি পোর্টে কিছু অব্যবস্থ...
নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, হিলি পোর্টে কিছু অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো চেয়ারম্যানকে বলেছি বিষয়গুলো খতিয়ে দেখা হবে। ২৪টি পোর্ট এর মধ্যে ৪টি পোর্ট বন্ধ করা হয়েছে। অনেক পোর্ট রয়েছে যেখান থেকে তেমন রাজস্ব আদায় হয় না।
শনিবার (৯ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শন এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন স্থলবন্দরগুলো প্রাইভেট সেক্টরে দেওয়ার চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকার। সেই সাথে যে সব স্থলবন্দর দিয়ে সরকার কোন রাজস্ব পায় না সেই সব স্থলবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ২৪টির মধ্যে চারটি স্থলবন্দর বন্ধ করা হয়েছে। এছাড়াও আরও চারটি স্থলবন্দর বন্ধের প্রক্রীয়াধীন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। হিলি স্থলবন্দরের সমস্যাগুলো দেখা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, রংপুর কাস্টমসের বিভাগীয় কমিশনার অরুন কুমার বিশ্বাস, হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাটসহ অনেকে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই