"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি" শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ র...
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি" শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী সোহেল হোসেন এর সার্বিক সহযোগিতায় 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫' এর মূল্যায়ন ও সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কালাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শামিমা আক্তার জাহান।
অনুষ্ঠানের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়। কুইজে প্রথম স্থান অর্জন করেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ আবিদুর রহমান, ২য় স্থান অর্জন করেন ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ সালমান রহমান মাহী এবং ৩য় স্থান অর্জন করেন মোছাঃ নাফিছা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান সহ মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই