সরকারের নির্লিপ্ততায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল বৃহস্পতিবার...
সরকারের নির্লিপ্ততায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় মসজিদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র। জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং এমএ ওহাব, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক প্রমুখ।
বক্তারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।
আতাউর রহমান।
কোন মন্তব্য নেই