জয়পুরহাটে ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ ...
জয়পুরহাটে ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালাই উপজেলা শাখার ব্যানারে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
ওই মিছিলে 'তুমি কে? আমি কে? সুফিয়া, সুফিয়া ' স্লোগান দিয়ে ধর্ষকের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলার সহ মুখপাত্র তানিম সরকার, যুগ্ম আহ্ববায়ক আবদুল্লাহ নোমান, সদস্য ফরহাদ হোসেন, বুলবুল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালাই সরকারি মহিলা কলেজ শাখার সদস্য হাসি আকতার, মোছা. মাহিন, মোছা. লিজা প্রমুখ।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই