বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ বিশালের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেমি-পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গ...
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ বিশালের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেমি-পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় জয়পুরহাট জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে বিশালের পরিবারকে প্রধান অতিথি হিসেবে ঘর চাবি হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচীব) খোন্দকার আজিম আহম্মেদ এনডিসি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( বিভাগীয় কমিশনারের একান্ত সচীব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (শিক্ষানবিশ) এস এম তানভিরুল আলম, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক সহ শহীদ বিশালের বাবা তার মা ও স্হানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে গত বছর ৪ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট পাঁচুর মোড়ে নিহত হোন বিশাল। সে পাঁচবিবি বিজনেস ম্যানেজমন্টে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বাবুল হোসেন।
কোন মন্তব্য নেই