কালাই উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাব "কালাই প্রেসক্লাব" এর নব-নির্বাচিত কার্যকরি পরিষদ (২০২৪-২৬) এর অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা ...
কালাই উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাব "কালাই প্রেসক্লাব" এর নব-নির্বাচিত কার্যকরি পরিষদ (২০২৪-২৬) এর অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) বিকাল ৫ টার সময় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কালাই প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি এটিএম সেলিম সারোয়ার শিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুন নুর নাহিদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও কালাই প্রেসক্লাবের নির্বাচনী রিটানিং অফিসার অরুণ চন্দ্র রায়, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী, উপজেলার হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, জেলা বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার, বিএনপি নেতা মামুনুর রশীদ, কালাই উপজেলা জামায়াতের আমীর আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলিম, নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমানসহ অনেকে। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তুলে ধরার আহবান জানান।
আব্দুন নুর নাহিদ ।
কোন মন্তব্য নেই