দিনাজপুরের হাকিমপুর হিলিতে গণমাধ্যম কর্মী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীর হ...
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গণমাধ্যম কর্মী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীর হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবে এই সভার আয়োজন করা হয়।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির ড. মোহাদ্দেস এনামুল হক, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, যুব বিভাগের আহবায়ক মোঃ সবিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন বুলু সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই