জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বেলা-আমলা এলাকা থেকে ত...
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বেলা-আমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৯ অক্টোবরের জয়পুরহাট সদর থানার নাশকতার মামলায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা জানান, অবরোধের সমর্থনে আজ সোমবার মিছিলের কর্মসূচি ছিল। মিছিলের যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, র্যাব গোলজার হোসেনকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই