জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় মহিলা সংস্থার কা...
জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় মহিলা সংস্থার কালাই উপজেলার কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সাংসদ ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, স্বাগত বক্তব্য রাখেন কালাই উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রত্না রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো.ফজলুর রহমান প্রমুখ।
শেষে প্রশিক্ষণ নেয়া ১শ জনের মাঝে চেক বিতরণ করেন অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মো:- চঞ্চল বাবু/কালাই
কোন মন্তব্য নেই