Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে ট্রেন থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

জয়পুরহাটে রেলসেতু অতিক্রম করার সময় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে এক কিশোর নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার...

জয়পুরহাটে রেলসেতু অতিক্রম করার সময় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে এক কিশোর নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলসেতুর মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে। গার্ডার থেকে একটি বিচ্ছিন্ন হাত, ম্যানিব্যাগ ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে পঞ্চগড়ের বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রেলসেতুতে পাওয়া মুঠোফোন থেকে এ তথ্য জানা গেছে বলে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান জানিয়েছেন।

নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য রাতে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজ শুরু করেছে। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। খোঁজ না পাওয়ায় রাত ১০টার দিকে অভিযান স্থগিত করা হয়েছে। সোমবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি রেলসেতু অতিক্রম করার সময় ওই কিশোর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে রেলসেতুর গার্ডারে একটি বিচ্ছিন্ন হাত, ম্যানিব্যাগ ও মুঠোফোন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নদী থেকে নিখোঁজ কিশোরের সন্ধানে অভিযান শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ইউএনও হাবিবুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১০টা পর্যন্ত তুলসীগঙ্গা নদীর ঘটনাস্থলের আশপাশে ওই কিশোরের সন্ধান করেন। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কাল সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করবেন।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, রেলসেতুর নিচে তুলসীগঙ্গা নদীতে নিখোঁজ কিশোরের সন্ধানে অভিযান চালানো হয়েছে। সেখানে অনেক গভীরতা থাকায় তলায় পৌঁছানো যায়নি। কাল আবারও নদীতে উদ্ধার অভিযান চালানো হবে।


চম্পক কুমার।



কোন মন্তব্য নেই

Ads Place