জয়পুরহাটের ক্ষেতলালে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে (৬৫) গ্রেফতার করে জেলহাজতে পা...
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ওই কিশোরী বাড়ির পাশে নানি ও ছোট ভাইয়ের সঙ্গে বসে গল্প করছিল। আসরের আজান শুনে তার নানি নামাজ পড়তে বাসায় যান। এরপর তার ভাইও চলে যায়। এ সুযোগে তাকে একা পেয়ে প্রতিবেশী আবুল কাশেম ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর নানি বুধবার থানায় অভিযোগ করেন। এদিন বিকালে উপজেলার ফোঁপরা (সুজাপুর) গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াদানি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই