জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশিত সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করলেন উপজেলার বড়াইল গ্রামের সেই মৃত আজিজার সরকারের তিন ছেলে অভিযুক্ত ...
গতকাল শুক্রবার বিকেল ৫ টায় পাল্টা সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মোস্তাফিজার রহমান বলেন, উপজেলার বড়াইল গ্রামের মৃত আব্দুল গফুর সরকারের ছেলে আব্দুল হান্নান সরকার গত ২২ মার্চ ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ এনে যে সংবাদ সম্মেলনটি করেছেন তা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তারা ওই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন, তারা আমাদের পারিবারিকভাবে হয়রানি ও জেলের ভাত খাওয়ানোর জন্য ক্ষেতলাল থানায় মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দায়ের করেছেন।
প্রকৃত ঘটনা হচ্ছে, গত ১৪ ফেব্রুয়ারি বড়াইল সরকারপাড়ার মৃত আব্দুল গফুর সরকারের তিন ছেলে রেজা, বেলাল সরকার ও হান্নান সরকার আমাদের তিন ভাইকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ও মেরে ফেলার হুমকি দেন। আমরা মোবাইল চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করলে তারা নিজেদের অপরাধ হতে বাঁচতে পাল্টা মামলা করেন এবং ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন । যা সম্পূর্ণরুপে মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোয়াট।
তিনি ওই পাল্টা সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মোস্তাফিজার রহমান আরো বলেন, আমি ও আমার ছোট ভাই মিজানুর রহমান শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। তাই হিংসা পরায়ণ হয়ে চাকুরীর ক্ষতি করার জন্য মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। আমরা সংবাদ সম্মেলনকারী আঃ হান্নানকে তার উক্ত বক্তব্য প্রত্যাহারসহ সংবাদ সম্মেলনের মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিজানুর রহমান।
কোন মন্তব্য নেই