জয়পুরহাটের আক্কেলপুরে গোয়াল ঘড়ে মশাতাড়ানো জলন্ত কয়েল থেকে বিস্তৃত আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক কৃষকের প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের ৬টি ...
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলীর শঙ্কর জাতের একটি বাছুরসহ গাভি ও ৪টি বড় বড় বলদ গরুকে রাতে মশার দংশন থেকে রক্ষা করতে সোমবার সন্ধ্যায় গরু রাখার গোয়াল ঘড়ে কয়েল জালিয়ে দেন। জলন্ত কয়েলের পাশে বস্তায় করে রাখা ছিল রান্নার কাজে জালানি হিসেবে ব্যবহারের জন্য তৈরি শুকনা গোবর (ঘুঁটে)। গভীর রাতের কোন এক সময় জলন্ত কয়েল থেকে আগুন শুকনা গোবরের বস্তায় লেগে সেখান থেকে অতিমাত্রায় ধোঁয়া বের হয়ে গোয়াল ঘড়ে ছড়িয়ে পড়ে গরুগুলির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। মৃত গুরুগুলির আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে গরুর মালিক দাবি করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার সার্জন ডাঃ রাশেদুল ইসলাম। তিনি বলেন, ‘গোয়াল ঘড়ে থাকা শুকনো গোবরে আগুন লাগায় অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হওয়ায় অক্সিজেন শূন্য হয়ে যাওয়ার কারণে গরুগুলির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে যোগাগোগ করা হলে তারা বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।
ঘটনার সত্যতা আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান নিশ্চিত করেছেন। তিনি ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়েছেন বলে জানান।
অভিযাত্রা
কোন মন্তব্য নেই