সারাদেশে স্বাস্থ্যসেবায় সেরার তালিকায় রয়েছে জয়পুরহাট। সিভিল সার্জন অফিস, আধুনিক জেলা হাসপাতাল দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। শুধু তাই...
সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী বলেন, সারাদেশে ৬৫টি সিভিল সার্জন অফিস রয়েছে। এর মধ্যে আমাদের জয়পুরহাট সিভিল সার্জন অফিস এক নম্বরে অবস্থান করছে। দেশের ৬৪ জেলা হাসপাতালের মধ্যে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালও শীর্ষে রয়েছে। এছাড়া করোনা ভ্যাকসিন প্রদানেও সেরার তালিকায় রয়েছে জয়পুরহাট। এ জেলার ৬৭ শতাংশ মানুষ করোনার প্রথম ডোজ এবং ৬০ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে।
তিনি আরও বলেন, সারাদেশে ৪৯০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। তার মধ্যে জেলার তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দ্বিতীয় স্থানে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তৃতীয় স্থানে রয়েছে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সিভিল সার্জন বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগের সব চিকিৎসক, নার্স ও স্টাফরা রোগীদের সেবাদানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। যার ফলে আজ এই অর্জন। আগামীতেও আমাদের এই অর্জন ধরে রাখতে হবে।
চম্পক কুমার।
কোন মন্তব্য নেই