জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮ নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীসহ সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপ...
সোমবার ( ২৪ জানুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।উপজেলার ৮নং আওলাই (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী একরামুল হক চৌধুরী (তাওহীদ) মোটরসাইকেল প্রতীক ও তার স্ত্রী নিলুফা আক্তার লিপি রজনীগন্ধা প্রতীক, এস এম ইব্রাহিম হোসাইন নৌকা প্রতীক, আব্দুর রাজ্জাক মন্ডল ঘোড়া প্রতীক, ওবায়দুর রহমান চশমা প্রতীক, সোহেল ফকির টেলিফোন প্রতীক ও আজিজুল হক আনারস প্রতীক।
এ ছাড়াও উপজেলার ৭নং কুসুম্বা (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জিহাদ মন্ডল নৌকা প্রতীকে ও আ.লীগ বিদ্রোহী মুক্তার হোসেন মন্ডল আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৮নং আওলাই ইউনিয়নের একাধিক ভোটার জানিয়েছেন, আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী স্বামী একরামুল হক চৌধুরী (তাওহীদ) ও তার স্ত্রী নিলুফা আক্তার লিপি দু'জনই চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এর পেছনে কারণ হলো স্বামী তাওহীদের প্রার্থীতা বাতিল হলে স্ত্রী নিলুফা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করতেন। যেহেতু দু'জনেরই প্রার্থীতা বৈধ হয়েছে। অতএব দুইজনের নামেই প্রতীক বরাদ্দ হয়েছে। এখন হয়তো স্ত্রী নিলুফা আক্তার প্রচারণা চালাবেন না।
আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী স্বামী একরামুল হক চৌধুরী (তাওহীদ) ও তার স্ত্রী নিলুফা আক্তার লিপির মোবাইলে যোগাযোগ করলে তারা ফোন রিসিভ করেননি।
পাঁচবিবি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭নং কুসুম্বা (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ও ৮নং আওলাই (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও ওই দুই (ইউপিতে) মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ২২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ১৯২, নারী ভোটার ২৪ হাজার ৪৬ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।
পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের (ইউপি) নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থীদের আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
রাশেদুজ্জামান।
কোন মন্তব্য নেই